বন্ধু মানে খোলা আকাশ
টিফিন বক্স টা খুলে দেখাস।
বন্ধু মানে মুক্ত বাতাস
করবো আমি তুই যা যা চাস।
বন্ধু মনে আর কিছু না
বন্ধু মানে সব।
বন্ধু মানে হাসির খোরাক
সবার মাঝে তবুও নীরব।
বন্ধু মানে রাগ পুষেছি
আমর মনটা জুড়ে,
জানি ফিরে যেতে হবে
তোর কাছেতেই ঘুরে।
বন্ধু তুই বিরোক্তিকর
বড্ড ছেলে মানুষ,
আমর সব প্রয়োজনের
রাখিস তো বেস হুস।
মুখের ভাষার ধ্বজা উড়াস
সবাই মিলে শুদ্ধ কোরাস।
তোর জায়গা মনের মাঝে
তোকেই যে চাই সকাল সাঁঝে ...।।
Tags:
বাংলা কবিতা

